বার্তা সংস্থা ইকনা: সার্বিয়ার নভি পজার শহরের খোররাম মসজিদের পেশ ইমাম সালেহোভিচকে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা প্রহার করেছে। দুর্বৃত্তদের প্রহারের ফলে তিনি গুরুত্বর আহত হয়েছেন।
এ ব্যাপারে সার্বিয়ার ইসলামী ইউনিয়ন এক বিবৃতিতে ঘোষণা করেছে: মসজিদের পেশ ইমামকে প্রহারের বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয়। ঘাতকদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দুর্বৃত্তদের গ্রেফতার করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সার্বিয়া ইউরোপের একটি দেশে। বিগত কয়েক বছরে ইউরোপে বিভিন্ন দেশে ইসলাম বিদ্বেষীমূলক কার্যক্রম অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।
iqna