বার্তা সংস্থা ইকনা: রোহিঙ্গা ক্যাম্পে সরেজমিন পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এবং ইহুদিদের প্রতিনিধি দলের নেতারা এ অঙ্গীকার করেন।
তারা বলেছেন, দেশে ফিরে রোহিঙ্গাদের অবস্থা মার্কিন কংগ্রেস এবং প্রশাসন ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে বিষয়গুলো তুলে ধরবো। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার হতে মার্কিন রাজনীতিবিদদের আহ্বান জানাবো।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে প্রতিনিধি দল জানায়, এই সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ একা নয় বরং বিশ্ববাসীকে বাংলাদেশের সঙ্গে থাকতে হবে। চ্যানেল আই টিভি