বার্তা সংস্থা ইকনা: সাম্প্রতিক সময়ে জার্মানের হার্নে, আমবর্গ এবং ক্যাসেল শহরের মসজিদে ইসলাম বিদ্বেষীরা হামলা চালিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হার্নে শহরের একটি মসজিদে ইসলাম বিদ্বেষীরা হামলা চালিয়েছে মসজিদে দেয়ালে বিদ্বেষীমূলক উক্তি যেমন: "সকল বিদেশীরা দেশ ত্যাগ কর" এবং "মুসলমানরা জার্মানির অন্তর্গত নয়" লিখেছে।
সাম্প্রতিক সময়ে আমবর্গ শহরে মসজিদে পি কে কে গোষ্ঠী হামলা চালিয়ে মসজিদের দেয়ালে রাজনৈতিক উক্তি লিখেছে।
এছাড়াও ২৫শে মার্চ রাতে ক্যাসেল শহরের একটি মসজিদে ইসলাম বিদ্বেষীরা হস্তনির্মিত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে জার্মানের বিভিন্ন মসজিদে মোট ৩৮ বার হামলা চালানো হয়েছে।
iqna