IQNA

দক্ষিণ লেবাননে ইসরাইলি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত

5:04 - April 01, 2018
সংবাদ: 2605399
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণে ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হয়েছে। লেবাননের আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, আজ খুব ভোরে 'বেইত ইয়াহুন' ও 'বারা আচিত' গ্রামের মধ্যবর্তী একটি স্থানে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পরপরই আরেকটি ড্রোন সেখানে পৌঁছায় এবং বিস্ফোরক ফেলে সেটি ধ্বংসের চেষ্টা চালায় বলে টিভি চ্যানেলটির খবরে বলা হয়েছে। 

লেবাননের সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের একটি সূত্র বলেছে, বিধ্বস্ত ড্রোন থেকে চারটি রকেট উদ্ধার করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী তাদের ড্রোন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করে বলেছে, কারিগরী ত্রুটির কারণে একটি খোলা মাঠে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। সেখান থেকে কেউ কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না বলে তারা দাবি করেছে।

ইহুদিবাদী ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে। ইসরাইলের এ ধরনের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে।

iqna

 

captcha