IQNA

মাওলা আলীর দৃষ্টিতে ইমাম মাহদীর আবির্ভাব

7:18 - April 01, 2018
সংবাদ: 2605404
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর আবির্ভাবের কথা প্রথমে আহ্বানকারী ঘোষণা করবেন, তখন ইমাম মাহদী(আ.) কাবাঘরে হেলান দিয়ে দাড়িয়ে মানুষকে সৎ পথের জন্য দাওয়াত করবেন।

 

এ প্রসঙ্গে আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: قال امیرالمومنین علیه السلام: إذا نادی منادٍ من السماء... إنّ الحق فی آل محمد فعند ذلک یظهر المهدی علی أفواه الناس و یشربون حبّه و لا یکون لهم ذر غیره. যখন আহ্বানকারী আহ্বান করবে হক তথা সত্য আহলে বাইতকে শক্ত ও মজবুতভাবে আকড়ে ধর, তোমরা যদি সত্যকে চাও তাহলে তাহলে বাইতের সাথে থাক। যদি এমনটি কর তাহলে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, یَفرَحونَ لِفَرَحِنا و یَحزَنونَ لِحُزنِنا؛ আমাদের শিয়াদের বৈশিষ্ট্য হল তারা আমাদের আনন্দে আনন্দিত হয় আর আমাদের দু:খে দুঃখিত হয়। এটা থেকে বো যায় যে একটি মাহদাভী পরিবারকে এমনভাবে জীবন-যাপন করতে হবে। শাবিস্তান

captcha