বার্তা সংস্থা ইকনা: নোটিশে মুসলিম জেরুজালেমবাসীর প্রতি আহবান জানিয়ে বলা হয় ইহুদের ওই উৎসব উপলক্ষে ৩০ মার্চ ভোর ৬টার মধ্যে মসজিদুল আল-আকসা ছেড়ে যেতে হবে মুসলিমদের।
এধরনের নোটিশের তীব্র নিন্দা জানিয়ে দি ইসলামিক আওকাফ অব জেরুজালেম প্রতিবাদ জানাতে গেলে ইসরাইলি পুলিশ তাতে বাঁধা দেয়। ইহুদিরা ওই দিন আল-আকসা মসজিদের দক্ষিণ দেওয়ালের বেশ কয়েকটি ছাগল জবাই করে। এধরনের ঘটনা ইহুদিরা এই প্রথম আল-আকসা মসজিদের সামনে ঘটাল। মিডিল ইস্ট মনিটর/ এমটিনিউজ