IQNA

আল-আকসা মসজিদ থেকে মুসলমানদের সরিয়ে নেওয়ার নোটিশ

0:39 - April 02, 2018
সংবাদ: 2605408
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সংগঠনের পক্ষ থেকে আল-আকসা মসজিদের গেটে নোটিশ টাঙ্গিয়ে বলা হয় স্থানীয় ইহুদিদের নিস্তারপর্ব উৎসবের দিন (গত শুক্রবার) মুসলমানদের সেখান থেকে সরে যেতে।

 

বার্তা সংস্থা ইকনা: নোটিশে মুসলিম জেরুজালেমবাসীর প্রতি আহবান জানিয়ে বলা হয় ইহুদের ওই উৎসব উপলক্ষে ৩০ মার্চ ভোর ৬টার মধ্যে মসজিদুল আল-আকসা ছেড়ে যেতে হবে মুসলিমদের।

এধরনের নোটিশের তীব্র নিন্দা জানিয়ে দি ইসলামিক আওকাফ অব জেরুজালেম প্রতিবাদ জানাতে গেলে ইসরাইলি পুলিশ তাতে বাঁধা দেয়। ইহুদিরা ওই দিন আল-আকসা মসজিদের দক্ষিণ দেওয়ালের বেশ কয়েকটি ছাগল জবাই করে। এধরনের ঘটনা ইহুদিরা এই প্রথম আল-আকসা মসজিদের সামনে ঘটাল।  মিডিল ইস্ট মনিটর/ এমটিনিউজ

captcha