IQNA

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের প্রতীক্ষাকারীদের বৈশিষ্ট্য কি?

0:51 - April 02, 2018
সংবাদ: 2605411
ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের প্রতীক্ষায় থাকা শিয়া মাযহাবের গুরুত্বপূর্ণ আকিদাসমূহের অন্তর্ভুক্ত। এ প্রতীক্ষা একজন প্রতীক্ষাকারীকে সত্য ও ন্যায়ের পথে অটল ও সুদৃঢ় থাকার অনুপ্রেরণা যোগায়। অবশ্য প্রতীক্ষার পাশাপাশি সমাজে ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের উপযোগী পরিবেশ গড়ে তোলাও একজন প্রকৃত প্রতীক্ষাকারীর ঈমানি দায়িত্ব হিসেবে পরিগণিত।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের বিশিষ্ট ইসলামী গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী সাদুকি ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের প্রতীক্ষাকারীর বৈশিষ্ট্য ও পরিচয় কি হবে এ সম্পর্কে আলাপকালে শাবিস্তান প্রতিবেদককে বলেন: ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের বিষয়টি শুধুমাত্র শিয়া মাযহাবের সাথে সম্পৃক্ত নয়। বরং এ বিষয়টি সমগ্র মানব জাতির সাথে সম্পৃক্ত এবং পৃথিবীর অধিকাংশ মানুষই বিশ্বাস পোষণ করে যে, শেষ জামানায় একজন মুক্তিদাতা বা ত্রাণকর্তার আগমন ঘটবে। কিন্তু এক্ষেত্রে তাদের আকিদা-বিশ্বাস পরিপূর্ণ নয়; শুধুমাত্র শিয়া মাযহাবের অনুসারীরা ইমাম মাহদীর (আ.) আবির্ভাব এবং তার জীবন ইতিহাস এমনকি তার হাতে প্রতিষ্ঠিত ন্যায় ও ইনসাফের হুকুমত সম্পর্কে সঠিক ও তথ্য নির্ভর আকিদা-বিশ্বাসের অধিকারী।

তিনি বলেন: একজন প্রকৃত অর্থে ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের প্রতীক্ষাকারী এমন আকিদাতে বিশ্বাসী যে, এ পৃথিবী হচ্ছে পরীক্ষা ক্ষেত্র; এখানে মানুষ যে সব কর্ম সম্পাদন করবে, পরকালে তার প্রতিফল ভোগ করবে। আর এ বিশ্বাস তাকে ন্যায় ও ইনসাফের পথে অটল রাখে। সে শুধুমাত্র অপেক্ষার প্রহর গুণে সময় ক্ষেপণ করে না; বরং নিজের আমল ও আকিদার মাধ্যমেও ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করে; আর এ কাজটি একজন প্রতীক্ষাকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়।

captcha