IQNA

ভারতে আমিরুল মু'মিনিন (আ.) সাংস্কৃতিক উৎসব

18:31 - April 07, 2018
সংবাদ: 2605453
আন্তর্জাতিক ডেস্ক: হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের পক্ষ থেকে ভারতে ৬ষ্ঠ বার্ষিকী আমিরুল মু'মিনিন (আ.) সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

ভারতে আমিরুল মু'মিনিন (আ.) সাংস্কৃতিক উৎসব

বার্তা সংস্থা ইকনা: ৬ষ্ঠ বার্ষিকী আমিরুল মু'মিনিন (আ.) সাংস্কৃতিক উৎসব ৫ম এপ্রিলে কার্গিল শহরে "ইসনা আশারিয়া" ধর্মীয় প্রতিষ্ঠানে শুরু হয়েছে। ইমাম হুাসাইন (আ.), হযরত আব্বাস (আ.), ইমাম হাদী (আ.) এবং ইমাম হাসান আসকারী (আ.)এর মাযারের পক্ষ থেকে এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান অব্যাহত থাকবে।
৬ষ্ঠ বার্ষিকী আমিরুল মু'মিনিন (আ.) সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব, গবেষক এবং রাজনৈতিক ব্যক্তিত্বসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হযরত আব্বাস (আ.)এর মাযারের ক্বারি "লেইসুল ওবাইদী"। এরপর বক্তৃতা পেশ করেন হযরত আব্বাস (আ.)এর মাযার বোর্ডের প্রধান আকিল আয়েদ আল-হুসাইন ইয়াসেরী।
এছাড়াও এই অনুষ্ঠানে আরও বক্তৃতা পেশ করেন, উৎসবের আয়োজক কমিটির প্রধান শেখ মেহেদী মোহম্মদী, কার্গিলের সুন্নি মাযহাবের প্রতিনিধি হিসেবে শেখ তাসলিম আরেফ, কার্গিল শহরের সূফীদের প্রতিনিধি শেখ মুহাম্মাদ বাকের শাহ।
iqna

 

captcha