IQNA

ইরাকে দায়েশের নেতা নিহত

19:15 - April 07, 2018
সংবাদ: 2605454
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পুলিশ ঘোষণা করেছে, রামাদি শহরের উত্তরে ছরছার মরুভূমিতে বন্দুক যুদ্ধে দায়েশের নেতা নিহত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ইরাকের পুলিশ ঘোষণা করেছে, রামাদি শহরের উত্তরে ছরছার মরুভূমিতে আল-আনবার প্রদেশের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক নেতা সহকারে বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে।
ইরাকের পুলিশ বিবৃতিতে আরও ঘোষণা করেছে, এসকল সন্ত্রাসীরা শহরের ভিতরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। পুলিশ এবিষয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদের উপর বিশেষ অপারেশন চালায়। এই অপারেশনে দায়েশের নেতা ওমর সাফুক সহকারে বেশ কয়েক জন সন্ত্রাসী নিহত হয়েছে।
আনবারের পুলিশ কমান্ডার মেজর জেনারেল হাদি রাজিহ এ ব্যাপারে বলেন: ইরাকের দায়েশ পরাজিত হওয়ার পর তাদের শত শত সন্ত্রাসীরা এই মরুভূমিতে পালিয়েছে এবং তারা সেখান থেকে বিভিন্ন সময়ে হামলার পরিকল্পনা করছে। এদের নিধনের জন্য পুলিশ বিশেষ অপারেশণ চালাচ্ছে। এই অপারেশন তারই ধারাবাহিকতায় চালানো হয়েছে।
এদিকে ইরাকি গোয়েন্দা সূত্র ৪র্থ এপ্রিলে ঘোষণা করেছে, ইরাকের নিরাপত্তা বাহিনী একটি জটিল অপারেশনে সফল হয়েছে। এই অপারেশনে দায়েশ তথা আইএস সন্ত্রাসী অপারেশনের বুদ্ধিবৃত্তিক প্রজ্ঞা এবং এই সন্ত্রাসী সংগঠনের যৌক্তিক সহায়ক হিসাবে প্রসিদ্ধ "আবু নাবিল আরাকি" এবং তার ৭ জন উপদেষ্টা নিহত হয়েছে।
iqna

 

captcha