IQNA

আফগানিস্তানে তালেবানের চার কমান্ডারের মৃত্যু

0:01 - April 09, 2018
সংবাদ: 2605468
আন্তর্জাতিক ডেস্ক: আফগান সরকারি কর্মকর্তা ঘোষণা করেছে, সেদেশের পূর্বাঞ্চলীয় নঙ্গারহার এলাকায় নিরাপত্তা বাহিনী সাথে বন্দুক যুদ্ধে তালেবানের চার কমান্ডারের মৃত্যু হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের নঙ্গারহার প্রদেশের স্থানীয় সরকারের মিডিয়া অফিস ৭ম এপ্রিল এক বিবৃতিতে ঘোষণা করেছে, নঙ্গারহার প্রদেশের বাটি কোট এলাকায় আফগান নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার একটি সামরিক অভিযানে তালেবানের চার কমান্ডারের মৃত্যু হয়েছে এবং অপর ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, শাহার দাইয়েহ শহরে নিরাপত্তা বাহিনীর অপর এক অভিযানে ৪ সশস্ত্র সন্ত্রাসী নিহত এবং ৩ জন আহত হয়েছে।

আফগানিস্তানের সরকার বিরোধী সশস্ত্র দলগুলো বিশেষ করে তালেবান এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির কোন প্রতিক্রিয়া জানায়নি।

iqna

captcha