বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমামগণ এবং ইমাম মাহদী(আ.) নিজেই তার প্রতীক্ষাকারীদেরকে সঠিকভাবে আমল করতে বলেছেন। তিনি বলেছেন, তোমরা তাকওয়া অর্জন কর এবং সঠিক পথে অবিচল থাক।
ইমাম মাহদী(আ.) অরও বলেছেন: আমার সম্পর্কিত অপ্রয়োজনীয় বিষয় জানা থেকে বিরত থাক। বরং আমা কি পছন্দ করি এবং কি করলে আমার আবির্ভাব ত্বরান্বিত হবে তোমরা সেই কাজ কর। তোমরা আমার আবির্ভাবের জন্য বেশী করে দোয়া কর এবং সর্বদা নিজেকে মুত্তাকী ও পরহেজগার হিসাবে গড়ে তোল।
বহু হাদিসে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। এবং ইমাম মাহদীর জন্য প্রতীক্ষাকে সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসাবে গণ্য করা হয়েছে।
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: «اِنتَظِروا الفَرَجَ وَلا تَيأسُوا مِن رَوحِ الله» ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা কর এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। শাবিস্তান