IQNA

শেষ জামানায় সহজেই গোনাহ করার কারণ

0:12 - April 15, 2018
সংবাদ: 2605515
যাদের মধ্যে ভালবাসা নেই তারা সহজেই গোনাহ করে যখন দেখব যে আমরা সহজেই গোনাহ করছি তখন বুঝতে হবে যে, ইমাম মাহদীর প্রতি আমাদের ভালবাসা নেই বা থাকলেও সেটা খুবই কম।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম দারেস্তানি বলেন, মানুষ যদি ভুলবশত মায়ের সাথে খারাপ আচরণ করেও ফেলে তখন কষ্টে তার বুক ফেটে যাবে, কেননা সে মাকে অনেক ভালবাসে। অনুরূপভাবে একজন মা তার সন্তানরে জন্য জীবনও দিতে পারে, কেননা সে তাকে অধিক ভালবাসে, কিন্তু চাচাত ভাইয়ের জন্য তা করবে না।

মহানবী বলেছেন: সেই ব্যক্তি মু’মিন নয় যে নিজের সন্তানকে আমার সন্তানের থেকে বেশী ভালবাসে। আমরা দেখতে পাই যারা কারবালার ঘটনা ঘটিয়ে ছিল তারা নবীর এই হাদিসের প্রতি আমল করে নি এবং নিশ্চিতরূপে তারা মু’মিনের অন্তর্ভুক্ত নয়।

অনেকে ইমাম হুসাইনকে বলেছিল: আমরা আপনাকে ভালবাসি কিন্তু যুদ্ধ করার সাহস বা শক্তি নেই সুতরাং আপনার সাথে যেতে পারছি না। মদিনা থেকে কারবালা পর্যন্ত এভাবে অনেকেই ইমামকে একা রেখে চলে গিয়েছিল। আমরাও আজ ইমাম মাহদীকে ভালবাসি কিন্তু তার জন্য আমাদের নাওয়া খাওয়া ছেড়ে দিতে প্রস্তুত নই।

সুতরাং এটাকে ভালবাসা বলা চরে না যে আমরা ইমাম মাহদীকে ভালবাসি কিন্তু তাকে দেখতে পাওয়া বা না পাওয়া আমাদের জন্য কোন পার্থক্য রাখে না। শাবিস্তান

 

captcha