বার্তা সংস্থা ইকনা: লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ফিল্ড কমান্ডর সিরিয়ার নাগরিক "মিম. কে" বেআইনি ভাবে সিরিয়ার সীমান্ত পার হয়ে লেবাননে প্রবেশ করেছে। ৩৬ বছর বয়সী এই সন্ত্রাসীকে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী জাঘার্টা শহর থেকে গ্রেফতার করেছে।
এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই সন্ত্রাসী ১১ই এপ্রিল সিরিয়ার সীমান্ত পেরিয়ে লেবাননে প্রবেশ করে দায়েশের সদস্যদের সাথে যোগাযোগ করার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
এই সন্ত্রাসীর ব্যাপারে প্রাথমিক তদন্ত করে জানা গেছে "মিম. কে" দায়েশের অন্তর্গত "জিশ আল-বেলায়েত" গোষ্ঠীর সামরিক কর্মকর্তা। মিম. কে. অনেক সন্ত্রাসীমূলক হামলার সামরিক কমান্ডরের কাজে নিয়োজিত ছিল।
iqna