IQNA

মুসলিম শিক্ষার্থীদের জন্য মাশহাদে ৬ষ্ঠতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

14:42 - April 28, 2018
সংবাদ: 2605622
আন্তর্জাতিক ডেস্ক: খোরাসান রাজাভি জিহাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান বলেছেন: মুসলিম শিক্ষার্থীদের জন্য মাশহাদে ৬ষ্ঠতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৭শে এপ্রিল থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।



বার্তা সংস্থা ইকনা: জিহাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান "ইকনা"র সাথে এক সাক্ষাৎকারে বলেন: এই প্রতিযোগিতা মাশহাদের জিহাদ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। ৬ষ্ঠতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান জিহাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং ইমাম রেজা (আ.)এর পবিত্র মাযার, মাশহাদের পৌরসভা, দাতব্য প্রতিষ্ঠান এবং কুরআন বিষয়ক বার্তা সংস্থা "ইকনা"র সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন: এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের ৩৫টি দেশের মোট ৪৪ জন প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ২৫ জন নারী প্রতিনিধি রয়েছে।
এসকল প্রতিযোগিতার তিন দিন ব্যাপী গবেষণামূলক ক্বিরাত এবং হেফজ বিভাগে একে অপরের সাথে প্রতিযোগিতা করবেন। এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন ইরানের আন্তর্জাতিক মানের ৬ জন বিচারক এবং বিদেশের ৪ জন বিচারক।
শিক্ষার্থীদের জন্য ৬ষ্ঠতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের সহযোগীদের সম্পর্কে বলেন: এই প্রতিযোগিতা সফলভাবে শেষ হওয়ার জন্য একযোগে সহযোগিতা করছে ইরানের কুরআন বিষয়ক চ্যানেল, ইমাম রেজা (আ.)এর পবিত্র মাযার, মাশহাদের পৌরসভা, খোরাসান রাজাভীর দাতব্য প্রতিষ্ঠান এবং কুরআন বিষয়ক বার্তা সংস্থা "ইকনা"।
তিনি বলেন: এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে এবং একাধারে ২৯শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।
iqna

 

captcha