IQNA

যারা ইমাম মাহদী(আ.) সম্পর্কে লেখে তাদের পুরস্কার

4:50 - May 02, 2018
সংবাদ: 2605661
ইমাম রেজা(আ.) বলেছেন, যারা ইমাম মাহদী(আ.) সম্পর্কে লেখালেখি করবে আল্লাহ তাদের প্রতি খুশি থাকবেন। বেহেশতের ৮টি দরজার একটি হচ্ছে যারা, আল্লাহ, রাসূল, কোরআন ও আহলে বাইতের জন্য লেখালেখি করে।


বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদীর প্রতি ভালবাসা পোষণ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। সাফওয়ান বলেন: একদা ইমাম রেজার কাছে ছিলাম, সেখানে লেখক এবং বিশেষ করে যারা ইমাম মাহদীর উপর লেখালেখি করে তাদের ব্যাপারে কথা উঠল। ইমাম তাদের জন্য দোয় করে বললেন: তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।

তারপর ইমাম বললেন বেহেশতের ৮টি দরজা আছে তার মধ্যে একটি হচ্ছে লেখকদের জন্য। তারা বিশ্বে আমাদের অনুসারীদের মধ্যে অন্যতম। কেননা আল্লাহ আমাদের ভালবাসাকে তাদের অন্তরে দান করেছেন।

ইমাম রেজা(আ.) বহু স্থানে ইমাম মাহদীর প্রতি মহব্বতকারীদের জন্য দোয়া করেছেন।

ট্যাগ্সসমূহ: ইমাম ، মাহদী ، রেজা ، ইকনা ، হাদিস ، আল্লাহ
captcha