IQNA

দায়েশের দুটি ঘাটিতে ইরাকি সেনার অভিযান

1:08 - May 04, 2018
সংবাদ: 2605675
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি বিমান বাহিনী সেদেশের আল-আনবার প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দুটি গোপন আস্তানায় বোমা বর্ষণ করেছে।

 

বার্তা সংস্থা ইকনা: ইরাকের সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা " সুমেরিয়া নিউজ"কে জানিয়েছে, আল-আনবার প্রদেশের কেন্দ্রীয় শহর রামাদীর ৩১০ কিলোমিটার পশ্চিমে রোতবা শহরের নিকটে এক মরুভূমিতে সন্ত্রাসীরা এই দুটি গোপন আস্তানায় আশ্রয় নিয়েছিলো। ইরাকি বিমান বাহিনী আস্তানা দুটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

হামলার ফলে এই দুটি আস্তানায় যেসকল সন্ত্রাসীরা পালিয়ে ছিল সকলে নিহত হয়েছে।

ইরাকি সেনাবাহিনী এবং সেদেশের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত মোবিলাইজেশনস ই্‌উনিটস বা হাশদ আশ শাবি গত বছর দায়েশের কবল থেকে সর্বশেষ অঞ্চল মুক্ত করে এই সন্ত্রাসী গোষ্ঠীর স্বঘোষিত খেলাফতের সমাপ্ত ঘটায়।

সিরিয়ার সীমান্তবর্তী ইরাকের আল-আনবার প্রদেশের রাওয়াহ শহরটি দায়েশের সর্বশেষ দখলকৃত অঞ্চল ছিল। ইরাকের সেনাবাহিনীর অপারেশন চালিয়ে এই শহরটি দায়েশের হাত থেকে মুক্ত করে। তবে, ইরাকে কিছু অংশে দায়েশের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মাঝে মধ্যে তারা আত্মঘাতী হামলা এবং বিভিন্ন ধরনের ছোটখাটো হামলা চালাচ্ছে।

iqna

 

captcha