বার্তা সংস্থা ইকনা: ভাল চরিত্রের লোকদেরকে মহান আল্লাহও ভালবাসেন। হাদিসের ভাষায় সদাচারকে "হুসনে খুলক" বলা হয় মহানবী(সা.) এ সম্পর্কে বলেছেন: «إنَّ الرّجُلَ یُدرِک ُبّحُسن ِخُلقِه دَرَجَةَ الصائم ِالقائِمِ؛ যার আচার ব্যবহার ও আখলাক ভাল তার মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির মত যে দিনে রোজা রাখে এবং রাতে ইবাদত করে।
মহানবীর চরিত্র ও সদাচারের প্রশংসায় আল্লাহ বলছেন: ««وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظِيمٍ» ؛ হে রাসূল! আপনি হচ্ছেন অতি মহত চরিত্রের অধিকারী।
মহানবী(সা.) নিজেও তাঁর নবুয়তের দর্শন হিসাব বলেছেন: «إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَکَارِمَ الْأَخْلَاقِ» আমি নৈতিক চরিত্রকে পূর্ণতায় পৌঁছানোর জন্য প্রেরিত হয়েছি। তিনি আরও বলেছেন: «أشبَهَکُم بی أحسَنَکُم أخلاقاً؛ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব থেকে আমার নিকটতম যার চরিত্র সব থেকে ভাল।
পবিত্র কুরআনে আরও বলা হয়েছে: «فَبِما رَحمَةٍ مِنَ الله ِلنتَ لَهُم و لَوکُنتَ فَظًا غَلیظَ القلبِ لَانفضوُا؛ আল্লাহর রহমতের মাধ্যমে আপনি মানুষের প্রতি দয়াশীল হয়েছেন, যদি আপনি কর্কশ ও বদমেজাজি হতেন তাহলে সবাই আপনার চারপাশ থেকে দূরে সরে যেত। শাবিস্তান