বার্তা সংস্থা ইকনা: সৌদি আরব ও ভ্যাটিকান সিটির এক যৌথ প্রেস বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
উভয় পক্ষের মধ্যে পারস্পরিক লক্ষ্য অর্জনের জন্য গত এপ্রিল মাসে এমডব্লিউএল’র জেনারেল শেখ মোহাম্মদ বিন আব্দেল করিম আল-ইসা এবং আন্তঃধর্মীয় সংলাপের পন্টিফিকাল কাউন্সিলের সভাপতি কার্ডিনাল জ্যান-লুই তাউরানের মধ্যে একটি চুক্তি সাক্ষরের পর এই ঘোষণা এলো।
বিবৃতিতে, দুই ধর্মের এই শীর্ষ সম্মেলনকে তাদের ঐতিহাসিক চুক্তির ‘প্রথম ফল’ হিসাবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়, সম্মেলনের ধারণা বিদ্যমান থাকলেও এই চুক্তির পর তা বাস্তবিক কর্মসূচিতে পরিণত হয়েছে।
চুক্তিটিতে বলা হয়েছে, ভবিষ্যতে সভার আয়োজনের জন্য উভয় পক্ষের দুইজন প্রতিনিধির সমন্বয়ে সমন্বয় কমিটি গঠন করা হবে। ইজেপ্ট ইন্ডিপেন্ডন্ট/ আরটিএনএন