IQNA

ইরাকের ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলা নস্যাৎ

12:56 - May 12, 2018
সংবাদ: 2605737
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের জনপ্রিয় সংহতি বাহিনী সেদেশের সালাহ আল-দীন প্রদেশের ভোটকেন্দ্রগুলিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ হয়েছে বলে জানিয়েছে।



বার্তা সংস্থা ইকনা: গত রাতে (১১ মে) ইরাকের জনপ্রিয় সংহতি বাহিনী একটি বিবৃতিতে ঘোষণা করেছে, সালাহ আল-দীন প্রদেশের বালাত এলাকায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু সন্ত্রাসীদের এই হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে ইরাকের জনপ্রিয় সংহতি বাহিনী। সন্ত্রাসীদের হামলা ব্যর্থ করার জন্য বিশেষ অভিযানে ৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
দায়েশের নিহত সদস্যরা বিভিন্ন সময়ে বাগদাদের উত্তরে এবং নিরাপত্তা বাহিনীদের ওপরে সন্ত্রাসী হামলায় অংশগ্রহণ করত।
তাকফিরি সন্ত্রাসী বাহিনীর হাত থেকে ইরাক মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো আজ সকালে ইরাকের সংসদ নির্বাচন শুরু হয়েছে। সংসদ নির্বাচনের প্রার্থীর জন্য ৭ হাজার প্রার্থী অংশগ্রহণ করেছিল। এসকল প্রার্থীদের মধ্যে ৩২৯ জনকে নমিনেশন দেয়া হয়েছে। আজকে ভোট দেয়ার মাধ্যমে ইরাকি নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবেন।
iqna

 

captcha