IQNA

ইয়েমেনের ছুরাহ হাসপাতালের নিকটে বোমা বিস্ফোরণ

16:10 - May 15, 2018
সংবাদ: 2605757
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের তায়জ প্রদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে, তাজ শহরের উত্তরে ছুরাহ হাসপাতালের পাশে সামরিক কেন্দ্রের নিকটে বোমা বিস্ফোরণ ঘটেছে।


বার্তা সংস্থা ইকনা: গতরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ফলে একজন আহত হয়েছে।
আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। বোমা বিস্ফোরণের পরে অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থলে গুলি বর্ষণ করে। এদিকে কোন কোন সংবাদ মাধ্যম ঘোষণা করেছে, এই হামলার মাধ্যমে সন্ত্রাসীরা তায়জ শহরের জামে মসজিদের পেশ ইমাম ও খতিব শেখ মুহাম্মাদ জাবহানীকে হত্যা করেছে।
তবে ইয়েমেনের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তায়জ শহরের সায়িদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব শেখ মুহাম্মাদ জাবহানীকে সন্ত্রাসীরা গতকাল সকালে হত্যা করেছে। সকালে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে তিনি মসজিদে যাওয়ার পথে সন্ত্রাসীরা শেখ মুহাম্মাদ জাবহানীকে হত্যা করেছে।
iqna

 

captcha