IQNA

তুরস্কে শিক্ষার্থীদের জন্য কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

23:56 - May 29, 2018
সংবাদ: 2605870
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের তাশ উভা শহরে সেদেশের শিক্ষার্থীদের জন্য কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: তুরস্কের আমাসিয়া প্রদেশের তাশ উভা শহরে শিক্ষার্থীদের জন্য কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাশ উভা শহরের শিক্ষা বিভাগের প্রধান মুস্তাফা টুমার বলেন: উক্ত প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে বিজয়ী ঘোষণা করা হবে। মুসলমানদের উচিত তাদের জীবনের কেন্দ্রস্থলে পবিত্র কুরআনকে রাখা। যারা কুরআন শেখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় তাদের জন্য মহান আল্লাহর নিকট উচ্চ পুরস্কার সুরক্ষিত রয়েছে।
তিনি আরও বলেন: কুরআনের প্রতিযোগিতার আয়োজন করা একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রত্যেক ইসলামী দেশের উচিত কুরআন প্রতিযোগিতার আয়োজন করা এবং এটিকে অগ্রাধিকার দেওয়া। কারণ এরমধ্যমে পরবর্তী প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআনের প্রতি অধিক আকর্ষণ সৃষ্টি হবে।
প্রতিযোগিতার শেষে প্রথম থেকে তৃতীয় স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের মাঝেও সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়েছে।
iqna

 

 

captcha