IQNA

নেদারল্যান্ডে "মানবতার ইসলামীকরণ" শীর্ষক সম্মেলন

23:54 - May 31, 2018
সংবাদ: 2605884
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডে "ডিজিটাল মানবতার ইসলামীকরণ" শীর্ষক সম্মেলন চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সম্মেলন ১৩ই ডিসেম্বর নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম অনুষ্ঠিত হবে এবং টানা তিন দিন অব্যাহত থাকবে।
আগ্রহী ব্যক্তিমণ্ডলী উক্ত প্রতিযোগিতার অংশগ্রহণ করার জন্য "ডিজিটাল মানবতার ইসলামীকরণ" শিরোনামে লেখা নিজেদের প্রবন্ধসমূহ উক্ত সম্মেলনের সচিবলায় প্রেরণ করতে পারবেন। সম্মেলনটি রয়েল ডাচ একাডেমী অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং ডাচ ইলেক্ট্রনিক সায়েন্স সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
এছাড়াও সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য নেদারল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয় ইসলামী ডিজিটাল মানবিক প্রকল্প এবং Bridging the Gap বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে।
iqna

 

captcha