IQNA

বাগদাদে হাজার বছরের দস্তরখান

23:52 - June 01, 2018
সংবাদ: 2605892
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে শত শত রোজাদার ব্যক্তিরা হাজার বছরের দস্তরখানে ইফতারি করছেন।

বাগদাদে হাজার বছরের দস্তরখান

বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাসে শত শত যাত্রী, দরিদ্র, বাস্তুচ্যুত এবং জিয়ারতকারীগণ এই হাজার বছরের দস্তরখানে একত্রিত হয়ে ইফতারি করেন।

বাগদাদের একটি প্রাচীন মসজিদ "ইমাম আবু হানিফা আন-নোয়মান"। এই মসজিদের পক্ষ থেকে বিগত কয়েক শত বছর যাবত পবিত্র রমজান মাসে ইফতার ও সেহেরি বিতরণের প্রচলন চালু রয়েছে।

এই মসজিদটি তিগরিস নদীর তীরে অবস্থিত। প্রতি বছরের ন্যায় এবছরেও রোজাদারদের ইফতারি এবং সেহেরি প্রদানের বিশাল দস্তরখানের আয়োজন করা হচ্ছে। মহিলা ও শিশুদের জন্য মসজিদের ভিতরে আয়োজন করা হচ্ছে এবং পুরুষদের জন্য মসজিদের প্রাঙ্গণ ও কখনো কখনো মসজিদের এরিয়ার বাহিয়ে এই দস্তরখান বিছানো হয়।

ইমাম আবু হানিফা আন-নোয়মান মসজিদ কমিটির প্রধান "আব্দুল মাজিদ হামেদানী এই প্রাচীন দস্তরখানের ব্যাপারে বলেন: পবিত্র রমজান মাসে এই দস্তরখানের ইতিহাস অতি প্রাচীন। ৩৭৫ হিজরি থেক প্রতি বছর রোজাদারদের জন্য এই দস্তরখানের আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন: এই দস্তরখানের খরচ শুধুমাত্র মসজিদ কর্তৃপক্ষ সরবরাহ করে না; বরং বাগদাদে বসবাসকারী দাতা ব্যক্তিবর্গগণও এই অনুষ্ঠানে আর্থিক সহায়তা করেন।

দীর্ঘ ৩০ বছর এই দস্তরখানে অংশগ্রহণকারী বাগদাদ নিবাসী আহমাদ সুলতান বলেন: আমাদের পূর্বপুরুষরাও পবিত্র রমজান মাসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং বংশ পরিক্রমায় আমরাও রমজান মাসে ইফতারি ও সেহেরিতে অংশগ্রহণ করি।

http://iqna.ir/fa/news/3718862

 

 

captcha