বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এর সমার্থে অন্যত্র বর্ণিত হয়েছে, আর প্রত্যেক উম্মতের জন্য আছে একজন রাসূল। (ইউনুস- ৪৭)প্রত্যেক সম্প্রদায়ের নিকট মহান আল্লাহ তাদের নির্দেশনার জন্য পথপ্রদর্শক অবশ্যই পাঠিয়েছেন।
ইবনে আব্বাস বলেন, انت الهادی، بک یهتدی المهتدون بعدی এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর মহানবী নিজের বুকে হাত রেখে বলেন, নিশ্চয় আমি সতর্ককারী আর এই আলী হচ্ছে উম্মতে হেদায়েতকারী, যার মাধ্যমে আমার পর আমার উম্মত হেদায়েত প্রাপ্ত হবে।
নবী আর আসবে না কিন্তু হেদায়াতকারী অবশ্যই আসবেন আর তারা হচ্ছে আল্লাহ মনোনীত ১২ ইমাম। যার প্রথম হলেন ইমাম আলী আর সব শেষ হলেন ইমাম মাহদী(আ.)।
এই আয়াত অনুসারে আমাদের জামানায়ও একজন জীবন্ত পথপ্রদর্শক থাকা অনিবার্য। ইমাম সাদিক(আ.) বলেছেন, রাসূল(সা.) হলেন সতর্ককারী এবং হযরত আলী হলেন প্রথম ইমাম এবং তার পর তার সন্তানগণ।
প্রতিটি জাতির জন্য হাদি বা ইমাম থাকবে এটাই প্রমাণ করে যে শেষ জামানার ইমাম হলেন ইমাম মাহদী(আ.) তিনি ২৫৫ হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহর নির্দেশে আবির্ভূত হবেন এবং পৃথিবীকে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবেন।