IQNA

কাজাকস্থানে মুসলমানদের মাঝে ১০ হাজার পবিত্র কুরআন বিতরণ

16:23 - June 05, 2018
সংবাদ: 2605919
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থা ইন্সটিটিউট ফর এন্ডোমেন্ট কাজাকস্থানের বিভিন্ন শহরে কাজাখ ভাষায় অনুদিত পবিত্র কুরআন বিতরণ করেছে।



বার্তা সংস্থা ইকনা: কাজাকস্থানে তুর্কি দূতাবাসের ধর্মীয় বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় রবিবার (৩য় জুন) সেদেশের রাজধানী আস্তানা'য় এক ইফতারি পার্টিতে এসকল পবিত্র কুরআন বিতরণ করা হয়।
ইফতারি পার্টিতে তুর্কি দূতাবাসের ধর্মীয় বিষয়ক কর্মকর্তা গালিব আকিন তার বক্তৃতায় বলেন: এই ইফতারি পার্টিতে কাজাকস্থানের বিভিন্ন শহরের ৩৫০০ জন নাগরিক অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী রোজাদার ব্যক্তিদের মধ্যে এসকল কুরআন বিতরণ করা হবে।
পবিত্র রমজান মাসে তারাবী নামাজের ইমামতি করার জন্য তুরস্ক ৪০ জন পেশ ইমামকে কাজাকস্থানে প্রেরণ করেছে। এ সম্পর্কে তিনি বলেন: তুরস্ক আগামী আগস্ট মাসে কাজাকস্থানের ৪০ জন পেশ ইমামকে ধর্মীয় শিক্ষা কোর্সে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবে।
উল্লেখ্য, তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থা ইন্সটিটিউট ফর এন্ডোমেন্ট ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে তুরস্কে এই প্রতিষ্ঠানের ১০০০টির অধিক শাখা এবং বিশ্বের বিভিন্ন দেশে ১৩৫টি শাখা রয়েছে।
iqna

 

captcha