বার্তা সংস্থা ইকনা: রামাল্লাহ শহরের অদূরে "নাবী সালেহ" গ্রামের নিবাসী এক যুবককে জায়নবাদী সেনারা গুলি করে হত্যা করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে "আব্দুল হাফিজ আত-তামীম" শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, বিগত কয়েক মাসে ইহুদিবাদী ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনের বেশ কয়েক জন ফিলিস্তিনের যুবক নিহত হয়েছেন এবং অনেকেই গ্রেফতার হয়েছে।
iqna