IQNA

তুরস্কের বৃহত্তম মসজিদ উদ্বোধনের সময় পরিবর্তন

18:58 - June 08, 2018
সংবাদ: 2605937
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের মসজিদ প্রতিষ্ঠা এসোসিয়েশন এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান সেদেশের বৃহত্তম মসজিদ উদ্বোধনের সময় পরিবর্তন হওয়ার খবর জানিয়েছে।



বার্তা সংস্থা ইকনা: ২০১৩ সালের আগস্ট মাসের ৬ তারিখে তুরস্কের বৃহত্তম মসজিদ "চামেলিয়া"র নির্মাণ কাজ শুর হয়। এটি সেদেশের সবচেয়ে বড় মসজিদ হিসেবে গণ্য করা হচ্ছে।
"চামেলিয়া" মসজিদটি এ বছরে ২৭শে রমজানে উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু মসজিদটির নির্মাণকাজে কিছু নতুন পরিবর্তন হওয়ার কারণে মসজিদটির উদ্বোধনের সময় পরিবর্তন করা হয়েছে।
তুরস্কের মসজিদ প্রতিষ্ঠা এসোসিয়েশন এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের প্রধান আরগিন কিরুনাক এই মসজিদটির উদ্বোধনের সময় পরিবর্তনের ব্যাপারে বলেছেন: মসজিদটির নির্মাণকাজে কিছু নতুন পরিবর্তন হওয়ার মসজিদটির উদ্বোধনের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এই মসজিদটির উদ্বোধন করা হবে।
চামেলিয়া মসজিদটি একটি পাহাড়ের উপর ১৭ হাজার বর্গফুট জমির উপর নির্মাণ করা হয়েছে। তুরস্কের ইতিহাসে এটি সবচেয়ে বড় গম্বুজ হিসেবে পরিগণিত করা হচ্ছে।
চামেলিয়া মসজিদটিতে ৬টি মিনার রয়েছে। এরমধ্যে ৪টি মিনারের উচ্চতা ১১০৭ মিটার উঁচু এবং দুটি মিনার ৯০ মিটার উঁচু। এছাড়াও গম্বুজের উচ্চতা ৭২ মিটার এবং এর ব্যাস ৩৪ মিটার।
iqna

 

captcha