IQNA

সৌদি সশস্ত্র বাহিনীতে মহিলা নার্স নিয়োগ

23:58 - June 25, 2018
সংবাদ: 2606062
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সশস্ত্র বাহিনীতে খুব শীঘ্রই মহিলা নার্সদের নিয়োগ দেয়া হবে।

যাদের সাথে উঠবস সম্মানহানির কারণ হয়
বার্তা সংস্থা ইকনা: সৌদি সশস্ত্র বাহিনীদের হাসপাতাল প্রশাসন ঘোষণা করেছে, সশস্ত্র বাহিনীর নার্সিং একাডেমীতে চাকরি করার জন্য সৌদি আরবের অনেক নারীরা আবেদন করেছেন। "আস-সাইহ" শহরের নার্সিং একাডেমীতে এসকল নারীদের আবেদন গ্রহণ করা হবে। এই শহরটি সেদেশের সেন্টারে অবস্থিত।
এই একাডেমীর প্রতিবেদন অনুযায়ী, আগ্রহী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীর নার্সিং একাডেমীর নিজস্ব ওয়েবসাইটে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। নাম নিবন্ধনের জন্য শনিবার থেকে ওয়েবসাইটে একটি লিঙ্ক দেয়া হয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীগণ নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
প্রার্থীদের জন্য সৌদি সশস্ত্র বাহিনীর নার্সিং একাডেমী কিছু শর্ত উল্লেখ করেছে। শর্তগুল হচ্ছে:
১। আবেদনকারীকে অবশ্যই সৌদি আরবের নাগরিক হতে হবে এবং সেদেশে বড় হতে হবে।
২। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৩ হতে হবে।
৩। আবেদনকারীর মাধ্যমিক পরীক্ষার গড় নম্বর ৮৫ শতাংশের ঊর্ধ্বে হতে হবে।
iqna

 

captcha