IQNA

তিন শিশুর লাশ উদ্ধার, শতাধিক অভিবাসীর প্রাণহানীর আশঙ্কা

22:50 - June 30, 2018
সংবাদ: 2606103
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার উপকূলে অভিবাসীদের একটি নৌকাডুবির ঘটনায় তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। ১০০ কিংবা তারও বেশি মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)। সিএনএন-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: আইওএম জানিয়েছে, নৌকাটিতে আরোহীরা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছিলেন। লিবিয়ার কোস্টগার্ড এখন পর্যন্ত মাত্র ১৬ জনকে উদ্ধার করতে পেরেছে। উদ্ধারকাজ চলছে।

আইওএম-এর মুখপাত্র ক্রিস্টিন পিটার বলেন, লিবিয়ার উপকূলে নৌডুবির ঘটনায় ১০০ বা শতাধিক মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করছি। এর মধ্যে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সিএনএনকে তিনি বলেন, তিন শিশুর লাশ আমরা উদ্ধার করেছি। প্রকৃতপক্ষে কতজন মারা গেছে আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই।

সংস্থাটি জানিয়েছে, ঘটনাস্থলে চিকিৎসকদের পাঠানো হয়েছে। মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। সিএনএন

captcha