বার্তা সংস্থা ইকনা: ইরাকি সিকিউরিটি মিডিয়া সেন্টার ঘোষণা করেছে, ইরাকের নিরাপত্তা বাহিনী সেদেশের সালাহ আল-দীন প্রদেশের সামার্রা শহরে দায়েশের দুটি আস্তানা ধ্বংস করেছে।
ইরাকি সিকিউরিটি মিডিয়া সেন্টারের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল এক বিবৃতিতে ঘোষণা করেছেন, ইরাকের নিরাপত্তা বাহিনী সেদেশের সামর্রায় দায়েশের দুটি আস্তানা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়াও দায়েশের দুটি আস্তানা থেকে তিনটি রকেট লঞ্চার এবং কিছু সামরিক সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন: নিরাপত্তা বাহিনীরা ৯ জন সন্ত্রাসী সহকারে অপর ৭ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এছাড়াও বিভিন্ন চেকপোস্ট থেকে ২৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি গতবছর ডিসেম্বর মাসে ইরাকের মাটি দায়েশমুক্ত বলে ঘোষণা করেছিলেন। তবে বর্তমানে এই সন্ত্রাসী গোষ্ঠী পূর্বের মতো সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসীমুলক কাজ না করতে পারলেও সেদেশের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই দলের সদস্যরা মাঝে মধ্যে ছোটখাটো সন্ত্রাসী মূলক কাজে লিপ্ত হচ্ছে।
iqna