IQNA

ফ্রান্সে মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

23:57 - July 05, 2018
সংবাদ: 2606143
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের মিডিয়াসমূহ সেদেশের দক্ষিণাঞ্চলীয় টুলাউস শহরের মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে ইহুদিদের হত্যা করার জন্য মুসল্লিদের উৎসাহিত করেছে বলে অভিযোগ এনেছে।

ইরানের স্বার্থ রক্ষা না হলে নিজের মতো করে সিদ্ধান্ত নেব: ইউরোপে রুহানি
টুলাউস শহরের জামে মসজিদ

বার্তা সংস্থা ইকনা: প্যারিসের গ্র্যান্ড মসজিদের পরিচালক ফ্রান্সের মিডিয়াসমূহের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছে।

প্যারিসের গ্র্যান্ড মসজিদের পরিচালক মুহাম্মদ আল-আনুঘি ঘোষণা করেছেন: ফ্রান্সের মিডিয়াসমূহ টুলাউস শহরের মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ ব্যক্ত করেছে, এরমূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের উত্তেজিত করা এবং টুলাউস শহরের মসজিদটি বন্ধ করা। এই মসজিদটি ২৩শে জুন উদ্বোধন হয়েছে।
তিনি বলেন: টুলাউস শহরের পেশ ইমাম যে খুতবা পেশ করেছে সেটি পর্যালোচনা করার জন্য প্যারিসের মসজিদের প্রধান মোহাম্মদ টাটায়ীকে নিমন্ত্রণ জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি বলেছেন: এই খুতবাই নবী (সা.) কোন হাদিস বিকৃতি করা হয়নি এবং কোন প্রকার রাজনৈতিক অপব্যবহার করা হয়নি। শুধুমাত্র এই নবনির্মিত মসজিদটি বন্ধ করার জন্য এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
মুহাম্মদ আল-আনুঘি বলেন: ২০১৭ সালের ডিসেম্বর মাসে মুহাম্মাদ টাটায়ীর খুতবা সম্পর্কে কোন ইহুদিদের প্রতিষ্ঠান অথবা কেন্দ্র আপত্তি করেনি।

iqna

ইরানের স্বার্থ রক্ষা না হলে নিজের মতো করে সিদ্ধান্ত নেব: ইউরোপে রুহানি

 টুলাউস শহরের জামে মসজিদের পেশ ইমাম

captcha