বার্তা সংস্থা ইকনা: এই সংগঠন এক বিবৃতিতে ঘোষণা করেছে, অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সেদেশের সকল মসজিদে কুরআন তিলাওয়াতের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তুর্কি ধর্মীয় বিষয় সংগঠন এই বিবৃতিতে উল্লেখ করেছে, ২০১৬ সালে যে দিনে অভ্যুত্থান হয় সেই দিনের রাত থেকে ফজরের নামাজ পর্যন্ত সকল মসজিদ খোলা থাকবে এবং মসজিদের লাইট জ্বালানো থাকবে।
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান 2016 সালের ১৫ই জুলাই হয়েছিল। ফেতুল্লাহ গুলেনের নেতৃত্বে "সেবা" আন্দোলন এই অভ্যুত্থান করেছিল। বর্তমানে ফেতুল্লাহ গুলেন আমেরিকায় রয়েছে।
iqna