IQNA

তুরস্কে অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৯০ হাজার মসজিদে কুরআন খতম

23:56 - July 06, 2018
সংবাদ: 2606150
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি ধর্মীয় বিষয় সংগঠন ঘোষণা করেছে, তুরস্কে অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৯০ হাজার মসজিদে কুরআন খতম দেওয়া হবে।

গুহায় শিশুদের অক্সিজেন দিতে গিয়ে প্রাণ গেল ডুবুরির
বার্তা সংস্থা ইকনা: এই সংগঠন এক বিবৃতিতে ঘোষণা করেছে, অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সেদেশের সকল মসজিদে কুরআন তিলাওয়াতের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তুর্কি ধর্মীয় বিষয় সংগঠন এই বিবৃতিতে উল্লেখ করেছে, ২০১৬ সালে যে দিনে অভ্যুত্থান হয় সেই দিনের রাত থেকে ফজরের নামাজ পর্যন্ত সকল মসজিদ খোলা থাকবে এবং মসজিদের লাইট জ্বালানো থাকবে।
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান 2016 সালের ১৫ই জুলাই হয়েছিল। ফেতুল্লাহ গুলেনের নেতৃত্বে "সেবা" আন্দোলন এই অভ্যুত্থান করেছিল। বর্তমানে ফেতুল্লাহ গুলেন আমেরিকায় রয়েছে।
iqna

 

captcha