
বার্তা সংস্থা ইকনা: রোববার (৮ জুলাই) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি প্রেস এজেন্সির বরাদ দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিকেল পৌনে ৪টায় ওই চেক পয়েন্টে তিন জঙ্গি হামলা চালায়। হামলায় সৌদি নিরাপত্তা অফিসার সুলাইমান আবদুল আজিজ আল আবদালিতফ নিহত হন। এছাড়া একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে নিহত বাংলাদেশির নাম-পরিচায় জানা সম্ভব হয়নি।
সংবাদমাধ্যটি জানায়, জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়ে। এসময় গোলাগুলিতে তিন জঙ্গির মধ্যে দু’জন মারা যায়। অপর একজন আহত হয়েছে। এ নিয়ে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে। বাংলানিউজটোয়েন্টিফোর