IQNA

কুরআন শেখায় আগ্রহী জার্মানে দৃষ্টি প্রতিবন্ধী

1:30 - July 11, 2018
সংবাদ: 2606185
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের ১১ বছরের এক মেয়ে ব্রেইল বর্ণমালা ব্যবহার করে ৩ মাসে পবিত্র কুরআন পড়া শিখেছেন।

 

বার্তা সংস্থা ইকনা: জার্মানের ১১ বছরের দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে নোরা সারিয়াকয়া। বর্তমানে তিনি জার্মানের ডুইসবুর্গ শহরে জীবন যাপন করছেন।

পবিত্র কুরআন শেখার প্রতি তার অনেক আগ্রহী রয়েছ এবং এই বিষয়ে দক্ষতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছেন।

তুরস্কের বংশোদ্ভূত নোরা সারিয়াকয়া কুরআনের ক্লাসে অংশগ্রহণ করে ব্রেইল বর্ণমালা মাধ্যমে মাত্র তিন মাসে কুরআন পড়া শিখেছেন।

এ ব্যাপারে নোরা সারিয়াকয়া অতি আগ্রহ প্রকাশ করে বলেছেন: আমার ইচ্ছা আছে ভবিষ্যতে সম্পূর্ণ কুরআন হেফজ করব।

iqna

 

captcha