বার্তা সংস্থা ইকনা: মরহুম শাইখ আব্দুল আযিম আল-আফিফি অস্ট্রেলিয়ার ইমাম ন্যাশনাল কাউন্সিলের এক জন সদস্য ছিলেন। এই কাউন্সিলের পক্ষ থেকে তিনি মার্চ মাসে সেদেশের গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হন।
অস্ট্রেলিয়ার ইমাম ন্যাশনাল কাউন্সিল এক শোকবানীতে মরহুম শাইখ আব্দুল আযিম আল-আফিফিকে সেদেশের মুসলিম ও অন্যান্য ধর্মের মানুষের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে অবিহিত করেছে।
ইমাম ন্যাশনাল কাউন্সিল এই বানীতে উল্লেখ করেছে, শাইখ আব্দুল আযিম আল-আফিফি দীর্ঘ ২০ বছর ধরে অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
ভিক্টোরিয়ান বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী রবিন স্কট এক টুইটে শাইখ আব্দুল আযিম আল-আফিফির ইন্তেকালের জন্য তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় প্রায় ৬ লাখ মুসলিম নাগরিক রয়েছে। সেদেশের মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ নাগরিক মুসলমান।
iqna