IQNA

ইরাকের আর্বিলে গভর্নর ভবনে সশস্ত্র আক্রমণ

23:57 - July 24, 2018
1
সংবাদ: 2606290
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের আর্বিলে গভর্নর ভবনে গতকাল (২৩শে জুলাই) সকালে দুই সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই হামলায় একজন পুলিশ আহত হয়েছেন।

হলি আর্টিজান মামলায় চার্জশীটে আইএস সম্পৃক্ততা ‘না থাকা’ নিয়ে বির্তক

বার্তা সংস্থা ইকনা: নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের এক নিরাপত্তা উৎস জানিয়েছে, গতকাল (২৩শে জুলাই)সকালে আর্বিলের গভর্নর ভবনে দুই সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই হামলায় একজন পুলিশ আহত হয়েছেন।
এখনও পর্যন্ত এই হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। হামলার কিছুক্ষণের মধ্যে ঘনটাস্থলে নিরাপত্তা বাহিনী উপস্থিত হয়।
উল্লেখ্য, ইরাকের রাজধানী বাগদাদের ৩৪৯ কিলোমিটার দক্ষিণে আর্বিল প্রদেশে কুর্দিস্তানীদের বসবাস। এই প্রদেশে মাঝেমধ্যেই সশস্ত্র ব্যক্তিরা এধরণের হামলা চালায়।
iqna

 

ট্যাগ্সসমূহ: আইএস ، ইকনা ، ইসলাম
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
tfengidt
0
0
20
captcha