বার্তা সংস্থা ইকনা: দায়েশের পরিচালিত আমাক সংবাদ সংস্থায় এই সন্ত্রাসী গোষ্ঠী এক বিবৃতিতে আজ সকালে (২৫শে জুলাই) কোয়েটার একটি নির্বাচনী কেন্দ্রের নিকটে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে।
এক আত্মঘাতী বোমারু আজ সকালে পাকিস্তানের সংসদীয় নির্বাচনের সূচনার সমসময়ে কোয়েটার একটি নির্বাচনী কেন্দ্রের সামনে পুলিশের গাড়ী লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালায়। এই হামলায় ৩১ জন নিহত ও অনেকেই আহত হয়েছেন।
iqna