বার্তা সংস্থা ইকনা: ইসরাইলি সংসদে (নেসেট) ইসরাইলকে ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র ঘোষণার প্রতিবাদ করে বিশ্বের মুসলমানেরা এর তীব্র সমালোচনা করেছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী "রিথোনু মিসৌদি" এক বিবৃতিতে জায়নবাদী ইসরাইলি সংসদে (নেসেট) ইসরাইলকে ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র ঘোষণার প্রতিবাদ করে তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই নতুন আইনকে ফিলিস্তিনি জনগণের অধিকার বিরোধী বলে অভিহিত করেছেন।
ইসরাইলি সংসদ (নেসেট) বৃহস্পতিবার (১৯শে জুলাই) ৬২ ভোট পক্ষে এবং ৫৫ ভোট বিপক্ষের মাধ্যমে এই আইনটি পাশ করেছে।
জাতীয় ইহুদি রাষ্ট্র আইনের সবচেয়ে বিতর্কিত বিধান নিম্নরূপ:
- ইসরাইলের রাষ্ট্রীয় ভাষা শুধুমাত্র "হিব্রু" হবে।
- শুধুমাত্র ইহুদি নাগরিকদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
- বিশ্বের সব ইহুদিদের ঐতিহাসিক স্বদেশ হচ্ছে ইসরাইল।
- বিশ্বের সকল ইহুদী ইসরাইলের ফিরে আসতে পারবে।
- ইহুদীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনসমূহে সরকারী ছুটি থাকবে।
- জেরুজালেম ইসরাইলের রাজধানী।