বার্তা সংস্থা ইকনা: বুধবার (২৫ জুলাই) রাজধানী দামেস্কের দক্ষিণে সরকারনিয়ন্ত্রিত সুবেইদা শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বেশ কয়েকটি আত্মঘাতী হামলা চালায়। এই হামলার ফলে ৩৮ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন।
সন্ত্রাসীরা এসকল আত্মঘাতী হামলা সুবেইদার একটি মার্কেট, আল-মাশনাকা স্কয়ার, আন-নাজমা স্কয়ার এবং মুসলাখ এলাকায় চালিয়েছে। এছাড়াও একই সময় আল-মুতুনা, ডুমা এবং টিমা গ্রামেও তাকফিরি সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
সুবেইদা শহরের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদেরকে কোন বিলম্ব ছাড়াই হাসপাতালে ভর্তি করে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে অপর দুই আত্মঘাতী হামলাকারী আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা চালালে সিরিয়ার নিরাপত্তা বাহিনী উক্ত দুই সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে।
iqna