IQNA

মসজিদ হচ্ছে আদর্শ মানুষ তৈরির উপযুক্ত ক্ষেত্র

13:55 - August 06, 2018
সংবাদ: 2606385
আল্লাহ অপরিসীম দয়াময় ও মেহেরবান। তিনি তার বান্দাদেরকে সব সময় স্বীয় রহমত ও বরকতের মধ্যে রাখতে চান। কিন্তু মানুষ নিজেই শয়তানের প্রতারণার শিকার হয়ে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে।

মসজিদ হচ্ছে আদর্শ মানুষ তৈরির উপযুক্ত ক্ষেত্র
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হুসাইন আনসারিয়ান গতকাল রবিবার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তৃতাকারে বলেন: মানুষ খুব সহজেই রহমত ও বরকত অর্জন করতে পারে। কেননা আল্লাহ তার রহমত ও বরকতের দরজাকে সব সময় স্বীয় বান্দাদের জন্য উন্মুক্ত রেখেছেন। কিন্তু মানুষ নিজেরাই অবহেলা ও অনিহার বশবর্তী হয়ে আবার কখনও শয়তানের প্ররোচনার শিকার হয়ে আবার নাফসের দাসত্বের শিকার হয়ে আল্লাহর রহমতের ছায়া হতে দূরে সরে যায়।

তিনি বলেন: মসজিদ হচ্ছে এ পৃথিবীতে আল্লাহর ঘর। মু’মিন ও ধর্মপ্রাণ ব্যক্তিরা মসজিদে উপস্থিত হয়ে একদিকে প্রয়োজনীয় শিক্ষা ও দীক্ষা গ্রহণের পাশাপাশি আল্লাহর ইবাদত বন্দেগীতে মত্ত হয় আর অপর দিকে এ পন্থায় তারা আল্লাহর নৈকট্য ও রহমতের অন্তর্ভুক্ত হতে পারে। মসজিদ হচ্ছে আদর্শ মানুষ তৈরির কারখানা এবং উপযুক্ত স্থান। হাদীসে বর্ণিত হয়েছে যে, যখন কোন মানুষ ইবাদত-বন্দেগীর উদ্দেশ্যে মসজিদে গমন করে তখন আল্লাহ উক্ত ব্যক্তির সাথে ফেরেশতা নিয়োজিত করেন এবং সে ফেরেশতার প্রতি আদেশ করেন যে, স্বীয় পাখা সে ব্যক্তির জন্য বিছিয়ে দেয় যাতে সে উক্ত পাখার উপর বসতে পারে। শাবিস্তান

captcha