IQNA

চীনের হাজীদের আইডি কার্ডে ট্র্যাকার ইন্সটল

6:54 - August 07, 2018
সংবাদ: 2606392
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে চীনের হাজিদের কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য চীনা সরকার সেদেশের হাজিদের আইডি কার্ডে জিপিএস ট্র্যাকার স্থাপন করেছে।

 

বার্তা সংস্থা ইকনা: হজ অনুষ্ঠান চলাকালীন সময় সৌদি আরবে চীনের হাজীদের নিয়ন্ত্রণের জন্য চীনা সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে।

আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদপত্র চীনের ইসলামিক এসোসিয়েশন সেদেশের সরকার কর্তৃক পরিচালিত হওয়ার ব্যাপারে ইঙ্গিত পোষণ করে এই রিপোর্টে উল্লেখ করেছে, হাজীদের নিরাপত্তার জন্য এই স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে।

এদিকে কিছু মানবাধিকার কর্মীগণ হাজিদের আইডেন্টিফিকেশন কার্ডে ট্র্যাকিং সিস্টেম ইনস্টলের বিষয়টি সেদেশের গোয়েন্দা এবং গুপ্তচরবৃত্তির অপারেশনের অংশ বলে মনে করছেন।

চীনের কর্মকর্তারা সন্ত্রাসবাদের অজুহাতে জিনজিয়াং-এর মুসলমানদের প্রতি কঠোরতা অবলম্বন করছে। তাদের ব্যক্তিগণ জীবনে অনুপ্রবেশ করছে। এমনকি তারা মানসিক নিদর্শন এবং জেনেটিক রেকর্ডগুলিও নিয়ন্ত্রণ করছে।

iqna

 

captcha