IQNA

অন্তরের রোগসমূহ

23:24 - August 17, 2018
সংবাদ: 2606489
ইমাম মাহদীর (আ.) অনুসারী এবং তার আবির্ভাবের প্রতীক্ষাকারী হিসেবে আমাদের প্রত্যেকের উচিত মন ও অন্তরকে পরিশুদ্ধ করা এবং নিজেদের অন্তরকে সব ধরনের রোগ ও ভাইরাস থেকে নিরাপদ রাখা।বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নি:সন্দেহে সুস্থ ও সুন্দর অন্তর মানুষকে সৌভাগ্যবান করতে পারে। আমিরুল মু’মিনিন আলী (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে, অভাব হচ্ছে এক ধরনের বালা-মুসিবত, আর অভাব থেকে ভয়ানক বিপদ হচ্ছে শারীরিক অসুস্থতা। আর শারীরিক অসুস্থতা থেকে বড় বিপদ হচ্ছে মানসিক ও আত্মিক অসুস্থতা। মনে রেখ, অধিক নেয়ামত হচ্ছে সুখ ও শান্তির নিয়ামক আর নেয়ামতের অধিক্যের চেয়েও বড় সম্পদ হচ্ছে শারীরিক সুস্থতা। আর শারীরিক সুস্থতার চেয়েও মূল্যবান সম্পদ হচ্ছে আত্মিক ও মানসিক সুস্থতা। (দ্র: তোহফুল উকুল, পৃ. ২০৩।

অন্তরের রোগসমূহ হচ্ছে হিংসা, বিদ্বেষ ও লোভ প্রভৃতি। এগুলো মানুষকে কখন সুখ তো দূরের কথা শুধুমাত্র অশান্তি ও অস্বস্তি ছাড়া আর কিছুই দিতে পারে না। একজন হিংসুক ব্যক্তি সারা জীবন অন্যের সুখ ও শান্তি দেখে হিংসার আগুনে জ্বলতে থাকে কিন্তু অন্যের কোন ক্ষতি করতে পারে না বরং নিজেই অশান্তিতে ভুগতে থাকে।

সুতরাং আমরা যদি আত্মিক ও মানসিক শান্তি অনুভব করতে চায়, তবে অবশ্যই হিংসা, বিদ্বেষ ও লোভের ন্যায় মারাত্মক রোগসমূহ হতে আমাদের অন্তরকে দূরে রাখতে হবে।

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha