IQNA

মরক্কোয় ১১ বছর পর শুরু হল বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ

23:40 - August 26, 2018
সংবাদ: 2606560
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর সরকার দীর্ঘ ১১ বছর পর আবারও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সিস্টেম চালু করেছে।

সৌদি সেনাঘাঁটিতে আবারো ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা
বার্তা সংস্থা ইকনা: মরক্কোর সরকার ২০০৬ সালে সেদেশের রাজার নির্দেশ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সিস্টেম তুলে নিয়েছিল। দীর্ঘ ১১ বছর এই সিস্টেম বন্ধ থাকর পর আবারও চালু করা হয়েছে।
মরক্কো এবং পলিসারিও ফ্রন্টের মধ্যে উত্তেজনামূলক সম্পর্কের কারণে সেদেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সিস্টেম চালু করা হয়েছে।
মরক্কোর রাজার প্রাসাদের মুখপাত্র আব্দুল হাক মারিনি ঘোষণা করেছেন: ১৯ এবং ২৫ বছরের পুরুষ ও নারীদের সামরিক সেবা জন্য প্রস্তুত হতে হবে। এই সামরিক সেবা ১২ মাস করতে হবে।
মরক্কোর রাজনৈতিক বিশেষজ্ঞ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সম্পর্কে বলেছেন: দেশের পতাকার সেবা করা প্রত্যেক নাগরিকের জাতীয় কর্তব্য। একটি বিশেষ পরিস্থিতির কারণে বিগত কয়েক বছর এই পরিসেবা বন্ধ ছিল। বর্তমানে এই সমস্যা সমাধানের কারণে এই পরিসেবার ব্যবস্থা আরবও চালু করা হয়েছে।
iqna

 

captcha