IQNA

18:51 - August 31, 2018
সংবাদ: 2606592
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদের গাদীর উপলক্ষে ইরাকের কুফা মসজিদে বুধবার (২৯শে আগস্ট) রাতে আহলে বায়েতের (আ.) ভক্তদের উপস্থিতিতে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বার্তা সংস্থা ইকনা: উক্ত উৎস মাহফিলে ইমাম আলী (আ.)এর মাযারের পরিচালক কমিটির প্রতিনিধি দল, শিয়াগণ এবং স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে কুফা গ্র্যান্ড মসজিদের সংস্কৃতি বিভাগের প্রধান "হায়দার সাদিক আল-মুসাভি" বলেন: বর্তমানে সমাজকে ইমাম আলী (আ.)এর পথ অনুসরণ করা প্রয়োজন এবং এই ইমামের সত্যিকারের অনুসারী হওয়ার জন্য নিপীড়িতদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে।
এছাড়াও এই অনুষ্ঠান ইরাকে বিশিষ্ট কয়েক জন কবি ঈদে গাদীরের আলোকে লেখা তাদের কবিতা পাঠ করেছেন।
iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: