IQNA

সিরিয়ায় বিস্ফোরণে সন্ত্রাসীদের কোন হাত ছিলনা

22:55 - September 01, 2018
সংবাদ: 2606601
আন্তর্জাতিক ডেস্ক: আজ সকালে সিরিয়ার রাজধানী দামেস্কে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে এ ঘটনায় সন্ত্রাসীদের কোন হাত ছিল না।



বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার সংবাদ উৎস ঘোষণা করেছে, আজ সকালে দামেস্কের উপকণ্ঠে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গিয়েছে।
সানা সংবাদ সংস্থা এ ব্যাপারে বলেছে, হারেস্টা শহরের পাশে সন্ত্রাসীদের রেখে যাওয়া টানেলগুলো দক্ষ প্রকৌশলীরা বিস্ফোরণের মধ্যে ধ্বংস করেছে। আর এই শব্দ সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করার শব্দ।
এদিকে সিরিয়ার আ'যায প্রদেশের স্থানীয় কাউন্সিলের এক সদস্য ঘোষণা করেছেন, আজ সকালে এই কাউন্সিলের সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বোমা বিস্ফোরণের ফলে একজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
তিনি এই হামলার জন্য সেদেশের মুক্ত বাহিনীকে দায়ী করেছেন।
iqna

 

captcha