বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাক্তিয়ার গভর্নর ঘোষণা করেছেন: জঙ্গি বাহিনী তালেবান পাক্তিয়া প্রদেশের "জানী খীল" শহরে হামলা চালিয়েছে। আফগান নিরাপত্তা বাহিনীর সাথে তালেবানের সশস্ত্র সন্ত্রাসীদের এই সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর অপর ৬ সদস্য আহত হয়েছে। এছাড়াও এই সংঘর্ষের ফলে জঙ্গি বাহিনী তালেবানের ২১ সন্ত্রাসী নিহত হয়েছে।
এদিকে তালেবান দাবী করেছে জানী খালী শহর তারা দখল করে দিয়েছে।
iqna