IQNA

ইদলিব থেকে সন্ত্রাসীরা পালাচ্ছে

23:39 - September 06, 2018
সংবাদ: 2606642
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সেনাবাহিনী তাদের সন্ত্রাস নিধন হামলা অব্যাহত রেখে সেদেশের ইদলিব প্রদেশের নিকটে পৌঁছে গেছে। সেনাবাহিনীর হামলার ভয়ে সন্ত্রাসীরা ইদলিব ছেড়ে পালাচ্ছে।

টিকে থাকার জন্য প্রতি মুহূর্তে সংগ্রাম করতে হচ্ছে রোহিঙ্গাদের

বার্তা সংস্থা ইকনা: ইদলিব প্রদেশে সেনাবাহিনীর হামলার চালানোর খবর প্রচারের পর উক্ত প্রদেশের সন্ত্রাসীরা মানসিক ভাবে দুর্বল হয়ে গিয়েছে। বর্তমানে তারা দলে দলে এই প্রদেশে ত্যাগ করছে।

এছাড়াও, সন্ত্রাসীদের অনেক নেতারা হজ পালনের অজুহাতে তাদের দায়িত্ব হতে সাময়িক অব্যাহতি দিয়ে ইদলিব ত্যাগ করেছে।

সন্ত্রাসীরা ইদলিব ত্যাগ করে সিরিয়ার সীমান্ত থেকে তুরস্কে প্রবেশ করছে এবং তুর্কি সেনারাও ইদলিব থেকে পালাতে তাদের সাহায্য করছে।

উল্লেখ্য, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশটি তুরস্ক-সিরিয়ার সীমান্তে অবস্থিত। ২০১৫ সাল থেকে এটি তুরস্কের সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণাধীনে রয়েছে। সিরিয়ার সরকার এসকল সদস্যদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। ইদলিব প্রদেশ সন্ত্রাস মুক্ত করার জন্য বর্তমানে সিরিয়ার সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনী উক্ত প্রদেশে সামরিক সরঞ্জাম প্রেরণের জন্য প্রস্তুতি গ্রহণ করছে।

iqna

 

captcha