IQNA

ইসরায়েলি সেনাদের গুলিতে তুরস্কের ফটোসাংবাদিকসহ তিন গণমাধ্যমকর্মী আহত

23:48 - September 06, 2018
সংবাদ: 2606645
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের রামাল্লা শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে তুরস্কের ফটোসাংবাদিকসহ তিন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। এখনও তাদের অবস্থার কোনও উন্নতি হয়নি।

 
বার্তা সংস্থা ইকনা: আহতরা হলেন তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি’র(এএ) ফটোসাংবাদিক ইসলাম রিমাভি, ফ্রান্সের এজেন্স ফ্রান্স-প্রেস’র(এএফপি) প্রতিবেদক আব্বাস মুমিনি এবং জো ডাইক।

মঙ্গলবার রামাল্লার পশ্চিমাঞ্চলীয় রাস কারকার গ্রামে তারা প্ল্যাস্টিক বুলেট বিদ্ধ হন বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ।

জর্ডানের গণমাধ্যম ‘আল বাওয়াবা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, রাস কারকারে অবৈধভাবে বসতি স্থাপন করছে ইসরায়েল। এর প্রতিবাদ জানাচ্ছিল স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার তথ্য ও ছবি সংগ্রহ করার সময় তিন গণমাধ্যমকর্মীকে গুলি করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে এতে আরও বলা হয়েছে, বিশেষ করে ফটোসাংবাদিকদেরকে লক্ষ্য করেই গুলি ছুড়ছে ইসরায়েলি সেনারা।

এর আগে, গত সপ্তাহে রাস কারকারের জমি দখলের ছবি তোলার সময় এক ফিলিস্তিনি ফটোসাংবাদিককে মারধরের পর আটক করে ইসরায়েলি সেনারা।

উল্লেখ্য, রাস কারকার গ্রামে অবৈধভাবে ইসরায়েলি বসতি বৃদ্ধির জন্য দেশটির সেনারা ইতোমধ্যে বুলডোজার দিয়ে গ্রামটির কয়েকশ’ একর কৃষিজমি ধ্বংস করেছে।

এর মোকাবেলা করতে যাওয়ায় বেশ কয়েকবার ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ হয় রাস কারকার গ্রামের বাসিন্দাদের।

captcha