IQNA

আমিরাতে হাজার বছর প্রাচীন মসজিদের সন্ধান

23:53 - September 09, 2018
সংবাদ: 2606666
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের "আল-এইন" শহরে হাজার বছরের প্রাচীন একটি মসজিদের সন্ধান পাওয়া গিয়েছে। এই মসজিদটি সেদেশের প্রাচীনতম মসজিদে হিসেবে পরিগণিত করা হচ্ছে।

আমিরাতে হাজার বছর প্রাচীন মসজিদের সন্ধান

বার্তা সংস্থা ইকনা: আমিরাতে প্রত্নতত্ত্ববিদ সম্প্রতি আল এইন শহরে শেইখ খলিফা মসজিদ নির্মাণের সময় এই মসজিদের অস্তিত্ব খুঁজে পান।

মসজিদটি আব্বাসীয় খিলাফতের সময় নির্মাণ করা হয়েছে। কয়েকটি পুরাতন নালার নিকটে এই মসজিদটি পাওয়া গিয়েছে। মসজিদটি তিনটি ভবনে বিভক্ত রয়েছে। ভবনগুলো মাটির ইট দিয়ে নির্মাণ করা হয়েছে।

এমিরেটস সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের পুরাতত্ত্ববিদ মসজিদের ভিতর এবং বাহির থেকে একটি মেহরাব এবং কুলুঙ্গি উদ্ধার করেছে। এথেকে প্রমাণ হয় তখনকার মুসলমানেরা এখনকার মুসলমানদের মত মসজিদের ভিতর এবং বাহিরে নামাজ আদায় করতেন।

এই মসজিদটির ধ্বংসাবশেষের মধ্যে মাটির পাত্র রয়েছে। এসকল পানির পাত্র ব্যবহার করে মুসল্লিরা ওযু করতেন এবং এসকল পাত্র তৃতীয় অথবা চতুর্থ হিজরির অন্তর্গত। মসজিদের পাশের পানির নালাগুলো রেডিওকার্বন পরীক্ষা দেখায় যে, এটি সেদেশের প্রাচীনতম মসজিদ।

iqna

 

captcha