IQNA

ইমাম মাহদী(আ.) যেখানে যাবেন আমাদেরও সেখানেই যেতে হবে

23:43 - September 26, 2018
সংবাদ: 2606816
আমাদেরকে ইমাম মাহদীকে সর্বদা উপস্থিত জানতে হবে এবং তিনি যেখানে যান সেখানে যেতে হবে। আর যা করেন তাই করতে হবে এবং তা পরিত্যাগ করেন তা পরিত্যাগ করতে হবে। কমপক্ষে সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে।

ইমাম মাহদী(আ.) যেখানে যাবেন আমাদেরও সেখানেই যেতে হবে



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আয়াতুল্লাহ বাহজাত(রহ.) বলেন, ইমাম মাহদী হচ্ছেন শেষ যুগের ত্রাণকর্তা তিনি সর্বদা আমাদের মাঝে রয়েছেন। হয়তবা আমরা তা বুঝতে পারি না। সুতরাং আমাদেরকে সর্বদা তার সাথেই চলতে হবে এবং সব কিছুতে তার অনুসরণ করতে হবে।

আমাদের উচিত সর্বদা ইমাম মাহদীর সন্তুষ্টির পথে পরিচালিত হওয়া। আর ইমাম মাহদীর সন্তুষ্টি অর্জন করা আমাদের অন্তরের চাহিদা হতে হবে। অনেক সময় আমরা জানি ইমাম মাহদী আমাদের কোন কাজে সন্তুষ্ট হন কিন্তু আমরা তা করতে চাই না।

অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সর্বদা ইমাম মাহদীর সন্তুষ্টির পথে চলব। ইমাম মাহদীর সন্তুষ্টি হচ্ছে ইবাদত বন্দেগী, আল্লাহর আনুগত্য এবং আহলে বাইতের পথে চলা ও তাদেরকে ভালবাসার মধ্যে।

 

captcha